নদী এখন শুকায় গেছে
হারায় গেছে মাছ
যেথা পুকুর ডোবা ছিল
সেথা এখন গজায় দূর্বাঘাস...।।


যে বিল ছিল জলে ভরা
সেথা এখন ধূধূ খরা ।
বনে অরণ্যে এখন-
উজাড় হইছে গাছ...।।


যেথা ছিল খেলারও মাঠ
সেথা এখন বসে রে হাট ।
গবাদির বাথানে এখন-
হয় রে শস্য চাষ...।।


যেথা ছিল বিমল হাওয়া
সেথা এখন কালো ধোঁয়া ।
শহর কিংবা গ্রাম নগরে-
দূষণ চারিপাশ...।।


যে বনে গাইত পাখি গান
সেথা এখন মস্ত দালান ।
আগের মতো সহজ সরল
নাইরে মানুষ আজ...।।