নিভাইলে নিভেনা আগুন
বহি মরম জ্বালা
সখি, বাহির আমার হইলো অঙ্গার
ভিতর পুড়ে কালা ।।
বগায় যেমন ছটফট করে
পরে যদি ফাঁদে
তেমনি আমায় মারিল শেল
বিনোদিনী রাধে।
আমি, জানলে কি আর পরতাম গলে
প্রেম কলঙ্কের মালা ।।
কালা আমায় প্রেম শিখাইয়া
বানাইলো উদাসী
হারাইয়া তার রূপের শশী
নয়ন জলে ভাসি ।
যারা, প্রেম করে নাই এই জগতে
তারাই আছে ভালা ।।