নিখুঁত তোমায় বলি দয়াল
কোন বিচারে
সুন্নাহ্ দিয়া শুদ্ধি হলে
খুঁত ছিল আদম তৈয়ারে ।।
কত, বোবা পাগল কানা খোড়া
নিত্য শিশু জন্মে ধরা ।
ডাক্তার যদি আনে শুদ্ধি
কলঙ্কের ভার তাতে বাড়ে ।।
ব্যাধি কিংবা দূর্ঘটনায়
কত মানুষ অকালে যায় ।
এক্সপটে যার নাই গ্যারান্টি
প্রশ্ন রয় নির্মাতার দ্বারে ।।
কার বা দোষে কারে দোষী
ঠিক হলো না সেই ভাব শশী ।
সৃষ্টিতত্ত্বের ভেদ না জেনে
ঘুরছে সাজু চক্রাকারে ।।