আমি  নিজের কাছেই নিজে গেছি হেরে
তাই  চলেছি সুদূরে এ জীবন ছেড়ে ।।


স্মৃতির নীরব তীব্র দহন অন্তরে পোষে
মরণ চিতায় সদা জ্বলি হায় পুড়ি নিজ দোষে ।
বিষের বাণেতে বুকে ঘাত হেনে
চলেছি নিজেরে আজ নিজে মেরে।।


হৃদয় আমায় সদা ডেকে হায় করে উপহাস
নিজের কারণে এ জীবন তোর হলো শেষে নাশ ।
কান পেতে সহি শত অভিযোগ
বলিনা কিছুই আজ পিছু ফেরে ।।