নারী ধরা কি সোজা
চারি যুগে ঘুরে কানাই
শেষে সাধিল পূজা ।।
কৃষ্ণ সদা রাই রাই বলে
জাতি কুল ডোবাল জলে ।
বেদ-গীতা-মন্দির-মঠ ফেলে
রাধার হইলো সে প্রজা ।।
নারীরে করতে উদ্ঘাটন
নর রুপে জন্মে নারায়ণ ।
আধা পথে হয় তার মরণ
দেখি ভুবনে সাচা ।।
নারীতে আদি প্রকৃতি
পরম তাতে পায় স্থিতি ।
কখন হয় তার জোয়ার ভাটি
সাজুর হলোনা বোঝা ।।