নামাজ নাকি মেরাজ স্বরূপ
বলে মুন্সী মাওলানা
কার কবে হয়েছে দিদার
একবার ভেবে বলোনা ।।


ভুল ছিল কি নবীর কথা
নাকি এই নামাজের প্রথা।
বল্ তোরা আমারে হেথা
পড়ে আছি দো-টানা ।।


যুগলে তাঁর পায় স্থিতি
বাহিরে দেখায় প্রকৃতি ।
অমাবস্যায় পূর্ণ জ্যোতি
ঝলক দিচ্ছে ত্রিবেণা ।।


গুরু বরযক নাহি হলে
কি রূপেতে দিদার মেলে ।
মরা গাছে জল ঢালিলে
সাজু কয় ফল ধরে না ।।