আমার সুরের এখন নেই প্রয়োজন
তোমার লেখা গানে
কণ্ঠে আমার বিষের পিয়ালা
আধাঁর নেমেছে মনপ্রানে ।।
তোমার আকাশে আমি মৃত প্রজাপতি
আমার বিষাদে তব নেই কোনো ক্ষতি ।
দুচোখ আমার আষাঢ় শ্রাবণ
ভাসায় আমায় সদা বানে ।।
তোমার বাগানে আমি কাগজের ফুল
অনেক আগেই যার ঝরেছে মুকুল ।
অতীতের স্মৃতিটুকু সাথে নিয়ে
চলছি একা মরণ পানে ।।