মসজিদ মন্দির ভাঙে যারা
তারাই সমাজে ধার্মিক
যারা ভাঙা ভাঙিতে নাই
তাদের কে বলে নাস্তিক ।।
মূর্তি কিংবা ভাবের পূজা
শূল হানে মস্তকে সোজা ।
নির্বুদ্ধির উৎকর্ষ ধ্বজা
উভয়রে বানায় যান্ত্রিক ।।
মানুষের ক্ষতি কামনা
এ কেমন ধর্মের প্রার্থনা ।
বলে কি তা সাই রাব্বানা
আছে কি কোনো বার্তিক ।।
বৃক্ষ যেমন লতার বলে
দাঁড়ায় সদা মাথা তুলে ।
তেমনি মানুষ আছে মূলে
বুঝল না সাজু ভ্রান্তিক ।।