আমার দেহের ঘরে মনোচোরা
মনের ঘরে ভীমরতি
চোরের ঘরে চোর ডুকে আজ
সদায় করে ডাকাতি ।।  


মনো চোরা কাটে বেড়া
চক্ষু তাতে দেয় পাহারা ।
কর্ণ চোরা রয় যে খাঁড়া
জিহ্বা চোরা নেয় লুটি।।


লোভী চোরের হাট বাজারে
বিবেক চোরা থাকে ডরে ।
বাদি ও বিবাদীর ফ্যারে
নফ্ছের গেল মূল মতি ।।


ছয় চোরাতে সিঁধেল কেটে
ঘরের ধন সব নিলো লুটে ।
সাজু কয় পরেছি ফাঁদে
হইয়া চোরের সারথী ।।