মনে পাজি ভূত ধরেছে
কি করি আজ যাই কোন পথে
মানে না সে ধর্ম কর্ম
জাত ছেড়ে ঘুরে বেজাতে।।


তাবিজ কবজ বাঁধলাম গলে
নাইতে গেলাম গঙ্গা জলে ।
তবুও তার ভিত না টলে
ঘুরে সদা বাঁকা রথে ।।


মুন্সি পীরের পড়া পানি
ছিটালে বাড়ে পাগলামী ।
ভেনপাতার দিলে ঝাড়ুনি
তেড়ে তেড়ে যায় খাড়াতে ।।


মন চলো যাই তাড়াতাড়ি
কোথায় কবিরাজের বাড়ি ।
দেখব ভূতের বাহাদুরি
যায় না কেন ঝাড় ফুঁকাতে।।