খাক কাটিলে খাকের পানি
যায়রে খাকে মিশে
মানুষ চিনবি কিসে রে মন
মানুষ চিনবি কিসে ।।


কেউ বা বাদী কেউ বিবাদী,
কেউ বা বিচারক
কেউ বা লোভী কেউ স্বার্থপর,
কেউ বা প্রতারক ।
ভবে কেউ বা জালিম কেউ চুগলখোর,
কেউ বা অবিশ্বাসে ।।


কেউ বা মসজিদ কেউ প্যাগোডা
কেউ যায় গীর্জা মঠে
কেউ বা চার্বাক কেউ অজ্ঞেয়,
কেউ বা ভিন্ন মতে ।
ভবে  মানুষ যত শাস্ত্র ততো,
পাইনা খুজে দিশে ।।


সাজু বলে এই জগতে,
মানুষ চেনা যে দায়
নানা জাতে নানান মানুষ,
আছে এ দুনিয়ায় ।
ভবে কেউ বা সাধু কেউ অসাধু,
কেউ বা পাগল বেশে ।।