কোথায় গেল লাঙল জোয়াল
কোথায় গরুর গাড়ি
একতারা বাঁশি সারিন্দা
নাই রে জারি সারি ।।
নদী নালা বিল শুকেছে
পুকুর ডোবায় মাছ কমেছে
খাল বিলে এখন গড়েছে মানুষ বসত বাড়ি ।
দারকিনা টেংরা পুটি মাছ
যায়না পাওয়া খাল বিলে আজ ।
মুর্শিদি ঘাটুর ইতিহাস এখন বইয়ে পড়ি ।।
বন-জঙ্গল উজাড় হয়েছে
কারখানায় বর্জ্য বেড়েছে
পশু পাখির ঝাঁক কমেছে হচ্ছে বায়ু ভারি।
আমলকি বহেরা এখন
যায়না পাওয়া আগের মতোন
শীতকালে হয়না দরশন বিলে পাখির সারি ।।