সবি দেখি ভাগাভাগি
করেছে মানুষ বর্তমান
কি তোমার আছে ভগবান !
শিব মন্দিরের জায়গা টুকু
দান করিলেন কার্তিক বাবু ।
ঠাকুর বাড়ি দরগাতলা
পূজার কড়ি দেয় সে জোগান!
কি তোমার আছে ভগবান!
গো-লেজে বেদ মন্ত্র ছুড়ে
পাপী তাড়ায় স্বর্গ পুরে ।
বামন রে রাখিলে খুশি
পাপের হাড়ি পুণ্য তামাম
কি তোমার আছে ভগবান!
উর্ধ্ব নিচে ভূ-জল কণা
আপন নামে সব রচনা
এলে ভবের দফতরখানা
অহরহ পাবে প্রমাণ
কি তোমার আছে ভগবান!
আমার পণ্যে পুঁজির হাড়ি
তাতে তোমার বাহাদুরি ।
সাজু বলে নগদ বিনে
বাকিতে দিবনা প্রণাম
কি তোমার আছে ভগবান!