খোদা কি তোর হাতের পুতুল
নাকি বাড়ির কর্মচারী !
ইচ্ছে হলেই যখন তখন
করিস রে মন হুকুমজারি...!!


কখন কোথায় কি প্রয়োজন
জানে তাহা সাঁই নিরঞ্জন ।
না বুঝলে সেই কার্য কারণ
ভেস্তে যাবে তোর দ্বীনদারি ।।


কাফের মুশরিক মুরদাত দ্বীনি
সকলের স্রষ্টা হোন তিনি ।
তাইতো চলে এই ধরণী
এক আইনে বরাবরি ।।


বেজাতির ধ্বংস কামনা
এই যদি তোর হয় প্রার্থনা ।
সাজু কয় তোর এই বাসনা
বানায় তারে অবিচারি ।।