খাল কেটে আনিলাম কুমির
বাড়ির আঙ্গিনায়
এখন কুমিরের তর্জন-গর্জনে
ঘরে থাকা দায় ।।


কুঠিরে যা ছিল আহার
ক'দিনে তা হলো সাবাড় ।
এখন বারে বারে আসে তেড়ে
খেতে চায় আমায় ।।


জল কুমিরের এমন স্বভাব
সে জ্ঞানে মোর ছিল অভাব ।
আমি ম'লাম শেষে নিজের দোষে
শিকল প'লো পায় ।।


নিজ ঘরে আজ হয়ে প্রজা
বইছে সাজু ভুলের বোঝা ।
সে ভার সইতে নারি কইতে নারি
কাঁদি নিরালায় ।।