কা-কা স্বরে কি বলে কাক
চলো যাই কাকের কাছে
আল্লা নাকি গড ভগবান
কোন নামে ডাকিতাছে...!!
মিউ-মিউ করে অহর্নিশি
ডাকে পোষা বিড়াল
ঘেউ-ঘেউ ডেকে কুকুর ছানা
ছুটে সারা বিকাল ।
আবার খ্যা-খ্যা স্বরে খ্যাপা শিয়াল-
কোন তালে হাঁকিতাছে...!!
হাম্বা-হাম্বা স্বরে গোরু
ছুটে মাঠে ঘাটে
কক্ কক্ ডেকে মোরগছানা
উঠে রোজ প্রভাতে।
আবার ম্যা-ম্যা ডেকে ছাগলেতে-
কোন তালে ছুটিতাছে...!!
কুহু কুহু স্বরে সদা
ডাকে বন কোকিলে
ঘ্যাঙ্-ঘ্যাঙ্ স্বরে ডাকে রে ব্যাঙ
পুকুর ডোবা বিলে ।
সাজু না বুঝে তার ছন্দ লীলে-
শেখা বোল্ বুলিতাছে...!!