বাইব না তোর জাতের তরী
বেজাতে মুড়িয়ে মাথা
হব চির দেশান্তরি ।।
যে জাত ছুটে যায় কিঞ্চিতে
সে জাত রাখি বল্ কোন পাতে ।
পড়ছি বিষম ঘোরপাকেতে
কূলকিনারা পাইনা তারই ।।
যে জাত বলে তথাতথা
গর্বে তোর নোয়ায় না মাথা ।
সে জাতে কি মিলে খোদা !
বল্ আমারে সত্য করি ।।
ধোপাটির ওই ঘাটে গিয়ে
তাড়াব জাত ধোলাই দিয়ে ।
ফিরবে না সাজু তোর গাঁয়ে
হোক যতো কলঙ্ক ভারি ।।