জাতের ধুলো লেগেছে গায়
জাত যে এক ছোঁয়াচে রোগ
দেহ থেকে দেহে ছড়ায় ।।
কোথায় রে ওঝা কবিরাজ
জাতের এ বিষ নামাব আজ ।
হৃৎপিন্ড শিরা ধমনী
ক্ষণে ক্ষণে মস্তকে বায় ।।
যে জাতে মন হলি জুদা
সে জাতে কি মিলে খোদা !
কাটবে যখন ভবের এ ভ্রম
কোন কুলে যাবি মনরায় ।।
নে না তোর এই জাতের বোঝা
বেজাতে সাধিব পূজা ।
সাজু বলে বেজাত হলে
থাকেনা জাত হারানোর ভয় ।।