স্বর্গ নরক দেখি সদায় হুর কোন খানে
কোন হুরের কথা শুনি হাদিস কোরানে ।।  


হুর কি নর কিংবা নারী
নাকি বেদের ব্রহ্মচারী ।
বললেন না তা সরাসরি মুখ বয়ানে ।।


হূরের নেশায় মত্ত রে মন
নিত্য তোর মসজিদে গমন ।
পতি ছেড়ে পর কে ভজন কোন সাধনে ।।


হূরের লোভে হয়ে বেসামাল
কথায় কথায় হূরের ছাওয়াল ।
আসল কাজে নাইরে খেয়াল সাজু'র মনে ।।