হিন্দু মুসলিম নইকো আমি
নই বৌদ্ধ খ্রিস্টান
জৈন পার্সি ইহুদি নই
মানুষের সন্তান
আমি মানুষের সন্তান ।।


স্বর্গের আশা করি নাকো
নাই নরকের ভয়
আমার কাছে তারচে' বড়
মানুষের হৃদয় ।
আমি  এই কাবায় নিশানা গেড়ে
গাহি সাম্যের গান ।।


মানুষে নেই জাত ভেদাভেদ
হোক সাঁওতাল কি ডোম
জ্ঞানচক্ষু খুলেছে যাহার
কেটেছে তার ভ্রম ।
তারা  মানুষে পেয়েছে খুজে
মানুষের বিধান ।।


সাজু বলে কলিকালে
চলছে মস্ত ধাঁধা
সাদা রে কয় যে কালো
কালো রে কয় সাদা।
ধরায়  মানুষের আইনে মানুষ
হচ্ছে অপমান ।।