হারাম খাদ্যের দোহাই দিয়ে
বাতিল কেন করলি হালাল
হারাম হালালের মাপকাঠি
এ দেহেতে আছে বহাল ।।
যে খাদ্য জোগায় শক্তিবল
দেহ সদায় রাখে সচল ।
ভোজনে তা নেইতো কুফল
নিশি কিংবা দিবসকাল ।।
যে খাদ্য স্বাস্থ্যে দেয় হানা
হারামে তা হয় গণনা ।
হয় যদি তা দুগ্ধছানা
হারামে সে রয় চিরকাল ।।
মাত্রাতিরিক্ত আহার
হারামের আরেক সমাচার ।
সাজু বলে মন রে আমার
মূল দ্বারে তোর নাইরে খেয়াল ।।