ধর্ম আজ হাজিরা খাতা
ধার্মিক দেখি নাম তালিকায়
গরহাজিরায় দেয় না ফাঁকি
ঠনঠনা ঠন কাজের বেলায়।


ওজনে কম খাদ্যে ভেজাল
চলে সবই সমান্তরাল ।
কু-কর্মের ঢাল   করতে আড়াল
সাধুর ছল্ ধরে বেশভূষায় ।।


দুর্নীতি ঘুষ অবিচারে
কাঁচা টাকার পাহাড় গড়ে ।
শেষে হজে গিয়ে   হাজী হইয়ে
বসে গাঁয়ের চিলেকোঠায়  ।।


দেখি ভবের এই হাটবাজার
ঠগ বাছিতে হয় গাঁ উজাড় ।
সাজু বলে   কলিকালে
চোখ খুলিলে পড়বি ধাঁধায় ।।