গেল গেল জাত কুলমান
কেমনে মুখ দেখাবি দাদা
পরকীয়ার প্রেম সাগরে
মজিয়াছে আজ তোর রাধা ।।


সত্যা ভদ্রা আর রুক্মিণী
বলে গেল সেই কাহিনী ।
"আবার যদি এসব শুনি
ধরে তার মুড়াব মাথা ।।"


রোজ যারে তুই দিস আরতি
সে করলো তোর ঘর ডাকাতি ।
বুঝিনা রাধের ভাব গতি
মন খুলে সে কয়না কথা ।।


সাজু কয় দোষ দিবি কাকে
রাধা না ঐ রাত্রিটাকে ।
দুজনে দেখি ভূলোকে
এক অঙ্গে পরেছে বাঁধা ।।