কারে কি বলিবি কানাই
ফের্ ঠকিলে
বামনরাই ডোবালো তোরে
গঙ্গা জলে ।।


গড়ায়ে মাটির মূরতি
হরি বলে দেয় আরতি
ত্রিসন্ধ্ কালে ।
নারীরে বেঁধেছে দাসে
সিঁদুর বলে ।।


ছেঁড়া ছিঁটে মন্ত্র এঁটে
শুদ্র রে ফেলে নিচ জাতে
কি কৌশলে।
চণ্ডালরে বলে অশুচি
জাতের ছলে ।।


সাজু বলে শোনরে কানাই
তোর এ জাতে আর আমি নাই
দে বাঁধ খুলে ।
বেজাতে মুড়াব মাথা
এই গো-কুলে ।।