(মনা রে আরে ও মনা...)
তোর দুইটা কান আর দুইটা চোখ
মুখ তো একখানা
দেখে শুনে যা রে সবই
কথা বলবা না, বেশি কথা বলবা না
ও তুই  কথা বললেই যাবি ফেঁসে
কলির জামানা  ।।


অন্যায়ের করলে প্রতিবাদ
গড়ায় তা শেষে অপরাধ
সত্য কথার নাই গাঁয়ে ভাত
দেখ্ তার নমুনা ।
কাল ছিল যে চুনো পুঁটা
সে আজ গাঁয়ে মস্ত নেতা
কথায় কথায় হাইকোর্ট দেখায়
দেয় হাজতখানা ।।


বেশ-ভূষাতে ঈমানী সাজ
ভিতরে দুই নাম্বারি কাজ
তারাই করে ধর্মের ওয়াজ
দেখ্ রে ভুবনা ।
কলিতে অমানুষের জোর
সাধুরে বানায় তারা চোর
কেবা আসল কেবা নকল
যায় না তা চেনা ।।


কারে মন তুই দিবি সাবা
মুখ থাকিতে সবাই বোবা
হৃদে যারে জায়গা দিবা  
দিবে সে হানা ।
আপন মোহে ষোলো আনা
কাউরে বিশ্বাস কেউ করে না ।
চোখ ওয়ালা মানুষগুলা
হইছে আজ কানা ।।