ডোম বেটা যবনের ঘরে
সিঁদ কাঁটতে পরেছে ধরা
কোন আইনে বাধবি তারে
বল্ ভেবে আমারে তোরা !!
ইসলামী আইনের খাতা
চোরের সাজা দুহাত কাটা।
অপরাধের সেই ধারাটা
ভিন্ন ধাজে বেদে মোড়া !!
লিপ্ত হলে ব্যাভিচারে
প্রাণ দন্ড দেয় খ্রিস্ট তারে ।
নব্য আইন অনুসারে
সে দন্ড সমাজে খোড়া !!
ধর্মহীন রাষ্ট্র না হলে
সম্প্রীতি যায় রসাতলে ।
সাজু কয় সাম্য বিকলে
বিরোধ বাধে জগত জোড়া ।।