নারী তো হইনি আমি হইনি পতিতা
নারী বানাইছে আমায় স্বয়ং বিধাতা গো
দাসী বানাইছে আমায় স্বয়ং বিধাতা
আমায় বলে কলঙ্কী ডাকে বেশ্যা মাগী
আমি নাকি অশুচি- সমাজের কাঁটা ।।
পুরুষ হলে করতাম আমি চাঁদে চাঁদে বিয়া
লক্ষ টাকা যৌতুক নিতাম আঙ্গুলে গুনিয়া ।
হাতে আমার থাকতো সমাজ থাকতো ক্ষমতা
নারী বানাইছে আমায় স্বয়ং বিধাতা ।।
মুন্সী হলে নামাজ আমি পড়িতাম মসজিদে
বছর বছর নবীর দেশে যেতাম হজ করিতে ।
বয়ান দিতাম গাঁয়ে গাঁয়ে কইতাম হক কথা
নারী বানাইছে আমায় স্বয়ং বিধাতা ।।
বাবু যদি হতাম আমি থাকতাম অট্টালিকায়
জীবনটা কাটাইয়া দিতাম রঙ্গ বিলাসিতায়।
দাসী রাখতাম ইচ্ছে মতো রাখতাম রক্ষিতা
নারী বানাইছে আমায় স্বয়ং বিধাতা ।।
বামন হলে নিতাম গলে পৈতে গোছা গোছা
সারাটাদিন মন্দির মঠে দিতাম শুধু পূজা ।
কৌলিন্যের ভূষাতে আমি পড়তাম বেদ গীতা
নারী বানাইছে আমায় স্বয়ং বিধাতা ।।
কারে দোষী করব আমি কারে বা বলব কি
সংসারে হলো আমার বিধাতা বৈমুখী ।
আমায় বেঁধেছে হুর অপ্সরে দিয়া বেদ গীতা
নারী বানাইছে আমায় স্বয়ং বিধাতা ।।