দশ টাকার সেই আলু বেগুন
দাম বেড়ে হয়েছে দ্বিগুন
পঁচিশ টাকার চাউল এখন
পঞ্চান্ন টাকা সের
দাম কমছে মানুষের
শুধু) দাম কমছে মানুষের ।।
মেঘ ডাকিলে ধরাধামে
আগের মতোই বাদল নামে ।
আদমের জবানে শুধু
পরেছে রে হেরফের ।।
অমৃত সেই দৈববাণী
বিশুদ্ধ রয়েছে মানি ।
সত্য আছে সরল পথে
জং ধরছে ইমানের ।।
মন হলোনা পরিপাটি
তাইতো বেল পরেছে ভাটি ।
ষষ্ঠ রিপুর সামাল দিতে
সাজুর পরেছে জের ।।