বন কেটে বানালি শহর
বাধলি দালানকোঠা
সেই শহর তোর পুড়ছে এখন
শান্তি পেলি কোথা...।।
পাহাড় কেটে অবিরত
বানালি পথ কত শত ।
সেই ফোড়াটা হয়ে ক্ষত
বিঁধলো গলে কাঁটা...।।
নদ-নদী গেল শুকায়ে
বিলের মাছ গেল লুকায়ে ।
পাখিরা গেল হারায়ে
পড়ল জীবন ভাটা...।।
জীবনটা তোর নেই মাটিতে
নেই তো পাহাড় নদ-নদীতে ।
সভ্যতার এই তপ্ত ইটে
পরছে আজি বাধা...।।