বিয়েসাদির নাম তালিকা
থাকে যদি দৈবে জারি
তবে কেন এ সংসারে
নিত্য হয় তার ছাড়াছাড়ি ।।


দেখি কত কুলবতী
গোপনে সাধে কামরতি ।
তেমনি গাঁয়ে কত পতি
নিশিতে যায় বাইঝি বাড়ি


জগতে দেখি প্রত্যহ
দম্পতির দ্বন্দ্ব কলহ ।
এমন, অসমে দারপরিগ্রহ
সাজে নাকো সাঁই তোমারি ।।


অন্তর্যামী হয় যেজনা
এ ভ্রম তো তার মানায় না ।
সাজু বলে শোন্ রে মনা
এসব মানুষের তৈয়ারী ।।