বেশ-ভূষাতে সাজে বাউল
শুদ্ধ বাউল কয়জনা
হিন্দু মুসলিম বৌদ্ধ বেশে
ভাব দেখায় আজ বাউলানা ।।


তুলসি মালা পড়ে গলায়
নেচে গেয়ে যায় একতারায় ।
রংবেরঙের পাগড়ি মাথায়
দেলেতে নেই ভাবকণা ।।


বাউল কথার অর্থ ভারি
হাওয়ার ঘরে দম বিচারি ।
বাউল সেতো নয় ফকিরী
সুরে সাঁইয়ের ভাব জানা ।।


বৈষ্ণব সুফি সহজিয়া
এসবেতে নেই বাউলিয়া ।
কামের ঘরে কপাট দিয়া
করে মানুষ ভজনা ।।


নকল বাউলার হাটবাজারে
সাজু আজ পরেছে ফ্যারে ।
জাল ঠেলে শুকনো পুকুরে
মাছ ধরা তার হলোনা ।।