আমি বেহুলার ছবি আঁকি হৃদপটে
গাই বেহুলার গান
আমি  বেহুলার দেশে ডিঙ্গায় ভেসে
চলেছি দূর উজান ।।


নীলনদ কিংবা ভলগা নদী
তুমি যেথা খুশি যাও
টেমস নদীতে পাবে কি খোঁজে
বেহুলার সেই নাও ।
আমি বেহুলার রূপ  করতে নিরূপ
ছুটি গাঁয়ের উঠান ।।


বেহুলারা কভু হয়না বিধবা
মানে নাকো পরাজয়
বাংলার রীতি জন্মান্তরে
বাঁধা এক প্রত্যয় ।
আমি বাংলার ঘরে  পাখি ডাকা ভোরে
শুনি বেহুলার গান ।।