শোভা বাগ-বাগিচা, ঘরের শোভা নারী
বধূর শোভা শাঁখা সিঁদুর, নরের শোভা দাড়ি গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
মা হলো সংসারের শোভা, দেহের শোভা প্রাণ
বনের শোভা পাখপাখালী, বর্ষার শোভা বান
সন্তান হলো মায়ের শোভা, বংশের শোভা মান
ঢেঁকির শোভা পায়না সখী, না বানিলে ধান গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
কর্ম হলো ধর্মের শোভা, রূপের শোভা গ্রাম
প্রেম হলো মানুষের শোভা, পশুর শোভা কাম
গান গাওয়া কোকিলের শোভা, গাছের শোভা ফল
নদীর শোভা পায়না সখী, না থাকিলে জল গো-।।
ফুল হলো বাগানের শোভা, দাদার শোভা নাতি
নিঃস্বার্থ পিরিতের শোভা, গায়ের শোভা ধুতি
সূর্য হলো দিনের শোভা, রাতের শোভা চাঁদ
মুখের শোভা পায়না সখী, না থাকিলে দাঁত গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
যুক্তি হলো তর্কের শোভা, ঘাটের শোভা তরী
সাধুর শোভা মন্ত্র সাধন, চোরের শোভা চুরি
সাগরের শোভা দেখতে ঢেউ, বসন্তের শোভা ফুল
মাথার শোভা পায়না সখী, না থাকিলে চুল গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
বিশ্বাসে বন্ধুত্বের শোভা, বটের শোভা ছায়া
দেশের শোভা গণতন্ত্র, নারীর শোভা মায়া
নেতৃত্বে পায় নেতার শোভা, কলমের শোভা কালি
দুলা ভাইয়ের পায়না শোভা, না থাকিলে শালী গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
ভ্রমর হলো ফুলের শোভা, মাঠের শোভা ঘাস
ছাত্রের শোভা লেখাপড়া, জমির শোভা চাষ
সত্য হলো জয়ের শোভা, বিষের শোভা নাশ
রাস্তার শোভা পায়না সখী, না থাকিলে গাছ গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
একতারা বাউলের শোভা, গানের শোভা তাল
গাধার শোভা ভারবহনে, ভেড়ার শোভা পাল
মনুষ্যত্বে মানুষের শোভা, মইচের শোভা ঝাল
ঘরের শোভা পায়না সখী, না থাকিলে চাল গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
চরিত্র জীবনের শোভা, সাপের শোভা বিষ
তারুণ্য যৌবনের শোভা, ধানের শোভা শীষ
দৃষ্টি হলো চোখের শোভা, মাছের শোভা পানি
নাওয়ের শোভা পায়না সখী, না থাকলে পাটনী গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
শিল্প হলো শিল্পীর শোভা, শীতের শোভা কাঁথা
চুলের শোভা কৃষ্ণবরণ, পায়ের শোভা জুতা
ময়ূরের শোভা নাচনে, তরকারির শোভা নুন
পানের শোভা পায়না সখী, না মিশালে চুন গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
শ্রবণ হলো কানের শোভা, হিমের শোভা ঝরা
মেঘের শোভা ঝড় বাদলে, অগ্নির শোভা পোড়া
গাছ বাওয়া বানরের শোভা, পাখির শোভা ঝাঁক
প্রেমের শোভা পায়না সখী, না লাগিলে দাগ গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।
কালচারে সমাজের শোভা, নিমের শোভা তিতা
ন্যায়বিচার আইনের শোভা, আখের শোভা মিঠা
সরকারের শোভা জনগণ, জাতির শোভা শ্রমে
সাজুর শোভা পায়না সখী, বন্ধুয়া বিহনে গো
বাড়ির শোভা বাগ-বাগিচা গো....।।