এই বাংলার সাথে মিশেছে এ দেহ
মিলেছে আমার প্রাণ
আমি ও বাংলা দু'জনেই যেন
এক শীষে ফলা ধান ।।
এই বাংলার জলে বাংলার ফলে
নিত্য মিটাই ক্ষুধা
এই বাংলার আশা বাংলার ভাষা
মিটায় প্রাণের সুধা ।
আমি এই বাংলার বুকেতে দাঁড়িয়ে-
দেখি গোটা আসমান ।।
এই বাংলার পথে বাংলার নদে
চিরদিন পথ হাঁটা
এই বাংলার মাঠে বাংলার ঘাটে
আমার জোয়ার ভাটা।
এই বাংলায় আমি জন্মেছি যেন
বাংলায় যায় প্রাণ ।।