হিন্দু আমার চোখের মণি
মুসলিম আমার প্রাণ
তাই তো আমি মন খুলে গাই
বাংলা মায়ের গান, আমার জন্মভূমির গান
বৌদ্ধ খ্রিষ্টান সাঁওতাল আসি
হৃদে সদা বাজায় বাঁশি
আছে, গারো চাকমা মগ খাসিয়া বক্ষে বহমান
তাই তো আমি মন খুলে গাই
বাংলা মায়ের গান, আমার জন্মভূমির গান।।


অস্ট্রিক দ্রাবিড় মঙ্গোলীয় এসেছিল যারা
আমার কৃষ্টি ধ্যান জ্ঞিয়ানে আজও আছে তারা ।
কেউ লুকে আছে শৌণিতে
কেউ আছে চুল নাক ধ্বনিতে
কেউ বা আছে মুখবদনে, কেউ বা দুই নয়ান ।।


কে বলে আজ একা আমি আমি বিশ্বজোড়া
আমার মাঝেই সবার প্রকাশ আয় দেখে যা তোরা ।
কেউ বা আছে মুখের ভাষায়
কেউ আছে সুখ দুঃখ আশায়
কেউ বা জোগায় শক্তি সাহস, কেউ বা দানে প্রাণ ।।