বাঁচাও নদী হাওর বাওর
বাঁচাও সোনার বাংলাদেশ
বাঁচাও রে বন পশু-পাখী
বাঁচাও বিশ্ব পরিবেশ ।।
বন্ধ করো শব্দ দূষণ
বন অরণ্যের বৃক্ষ নিধন ।
বন্ধ করো পশু হত্যা
জমিতে কীটনাশের রেশ ।।
যানবাহনের কালো ধোঁয়া
দূষিত করেছে হাওয়া ।
কল-কারখানার বর্জ্য এসে
নদী নালা করলো শেষ ।।
লও তোমার নগর সভ্যতা
দাও ফিরে জলের নাব্যতা ।
দাও ফিরে বন পাখ-পাখালী
সবুজ শ্যামলের সেই দেশ ।।