বাঁচাও আমার  নদ-নদী-খাল পশু-পাখী
পুকুর বিলের মাছ
বাঁচাও আমার  বন অরণ্য হাওর বাওর,
মাঠের সবুজ ঘাস
বাঁচাও আমার  পাহাড় পর্বত মুক্ত বায়ু,
সুনীল ঐ আকাশ
তোমার সভ্যতার এই যাতাকলে
বঙ্গ আমার, হলো সর্বনাস  ।।


বাঁচাও আমার  শাপলা শালুক জারি সারি
পাখপাখালীর গান
বাঁচাও আমার  কৃষক শ্রমিক জেলে মাঝি
গবাদির বাথান ।
বাঁচাও আমার  মাতৃভাষা স্বাধীনতা
মুক্ত বসবাস
তোমার যানবাহনের কালো ধোঁয়ায়
জীবন আমার হলো নাভিশ্বাস ।।


বাঁচাও আমার  বটের ছায়া পাগল করা
নকশী কাঁথার মাঠ
বাঁচাও আমার  রাধারমণ লালন হাসন
মাঝির খেয়া ঘাট ।
বাঁচাও নদীর স্রোতধারা স্মৃতিঘেরা
বাংলার ইতিহাস
তোমার কলকারখানার বর্জ্য এসে
মরছে আমার নদী নালা মাছ ।।