আমি ভাইয়ের রক্তের দামে কিনেছি
আমার বর্ণমালা
আমি মায়ের চোখের জলে কিনেছি
বাংলার ধূলিবালা
এ কারও নয়কো দান নয় করুণার ডালা ।।


আমি এক মুঠো ধূলির বদলে
দিয়েছি লাখো প্রাণ
একটি পতাকার বদলে
দিয়েছি বোনের মান ।
একটু হাসির জন্যে দিয়েছি কত
মায়ের সিঁদুর বালা ।।


আমি একটি কবিতার বদলে
করেছি কারাবাস
একটি ফুলের বিনিময়ে
নিয়েছি গলে ফাঁস ।
আমি দাম দিয়ে কিনেছি আমার
বাংলার নদী নালা ।।