বড় আল্লাদিয়া বউ তুই হামার
কান্দেন্ না আর কান্দেন্ না
চাউল চাবেয়া খাইম রে মুই
কষ্ট করি আন্দেন্ না ।।


হেঁউতের গোছা খাইচে বানে
তাতে হইছে বা কি
ভূঁইয়ের পাটা এ্যালাও ঘরৎ
আছে তাবৎ বাকি ।
ও সেই পাটা ব্যাচেয়া কিনিম্ নাল শাড়ি
টাম-টোপলা আর বান্দেন্ না ।।


ভুট্টার আবাদ করিম্ দেখিস
এবার মুই কয়েক দোন
কয় ট্যাকা আর খাইবে সুদে
কয় ট্যাকা মহাজন ।
ও সেই ভুট্টা ব্যাচেয়া গড়াইম্ হাত বালা
মোনটা গোসসা করেন না...।।


বাপ দাদার ধন ভিটা মাটি
যাহা ছিল রে ক্যাশ
বছর বছর নদী ভাঙি
সউগে হইচে মোর শ্যাষ ।
এবার ট্যাকা জমেয়া বান্দিম্ চৌচালা
মুখটা একনা হা-সান না...।।