আমি  আনন্দে আজ হারা হলাম কুল
আমার  মন পিঞ্জিয়ায় নাচে সদায়
অচিন এক বাউল ।।


আমি  না জানি তার ভেদ পরিচয়
ও সে  মনের কথা খুলে না কয় ।
তারে  না জানিয়া মন সঁপিয়া
করলাম বুঝি ভুল ।।


ও সে  বন্ধি হইয়া মায়া কুপে
আপনারে আপনি জপে।
ও তার  সুর শুনিয়া হৃদয় আমার
সদা হয় বাতুল ।।


যদি  একবার তারে যেত জানা
যেত সাজুর ঘোর যাতনা ।
তারে  একটি পলক দেখার আশে
পরান হয় ব্যাকুল ।।