জানতাম যদি যাবে চলে রেখে দিতাম স্মৃতি
এক জনমে ভালবাসার হতোনা রে ইতি ।।
মিছে সুখের আশায় তুমি দিয়েছো উড়াল
যত দুরেই থাকো তুমি হওনি মনের আড়াল ২
এই মনের মাঝে আজও ভাসে না বলা কথা
কোথায় গেলো সেসব কথা এ কেমন নিয়তি ।।
মনের আশা মনেই রইলো আজও বলা হলোনা
আমি দুঃখের মাঝে ভেসে বেড়াই নিয়ে বেদনা ২
আমার মত নাই অভাগী বিধির দুনিয়ায়
ভুল ভাঙ্গিলে আসিস ফিরে কবি সহিমের মিনতি ।।
তারিখঃ ১৪/০৩/২০২৩ ইং