শুকনায় তরী ভাউরে মাঝি শুকনায় তরী ভাউ
এলোমেলো করলে তোমার ঢুকবে ভরা নাউ।।


জল বিহনে ভাসে তরী এমন ই সাগর
রুপ দেখিয়া ঘুরে মাথা লাগেনা আচর ২
জল তরঙ্গ হলে তখন জলেরে আগুন
সারা অঙ্গ শিউরে উঠে পড়ে ধাও ধাও।।


আস্তে আস্তে পাড়ি জমাও দেখিয়া তার রূপ
মনের কথা মনে রাখো সুযোগে দাও ডুব ২
আদর দিয়া মায়া দিয়া রাখো ভুলাইয়া
কাম নদীতে আসবে জোয়াড় যদি দেখতে চাও।।


নদীর মায়ায় পড়ে আড়ে আড়ে পথ চলিওনা
ঐ পথে হাটলে তোমার বাড়বে যন্ত্রনা ২
নদীর জল শোষণ করিয়া মিটিলে তৃষ্ণা
সহিম বলে সব সমাধান যেথায় খুশি যাও।।


তারিখঃ ১৫/০৩/২০২৩ ইং