স্বার্থের টানে স্বর্গ ছেড়ে আসছি ভুবনে
এখন দেখি বিনা চিতায় জ্বলছি আগুনে।।
ঘরে আগুন বাইরে আগুন আগুন মনের ভিতর
চিন্তায় চিন্তায় পাকলো দাড়ি ঠিক হলোনা নজর ২
সদরে কই জ্ঞানের কথা গোপনে হৈচৈ
কার লাগিয়া পরান কান্দে নীশিতে নির্জনে।।
আমি দিনে দিনে হচ্ছি বালক বাড়ছে পাগলামি
স্বার্থের টানে এই মানব মনে হলাম হারামি ২
কেউ রাখিনা কারো খবর ছুটছি অবিরাম
সহিম বলে জানলে কি আর খাইতাম গোপনে।।
তারিখঃ ০৭/০৩/২০২৩ ইং