কেমন করে কই সখীরে কেমন করে কই
এই বেহায়া মনটা আমার প্রেমে থৈ থৈ।।
রুপ দেখে পাগল হইছি জল আনিবার কালে
তাই তো আমি রুপের নেশায় দেখি নানা ছলে ২
প্রেমে আমি পরেছি তার কেমনে ঘরে রই।।
একদিন না দেখলে তারে এই প্রাণটা যায় উড়ে
রুপ দেখিয়া প্রেমের নেশা লাগলো এই অন্তরে ২
প্রেমের পাগল হইলো সহিম তালের পাগল নই।।
তারিখঃ ১০/১০/২০২২ ইং