পাগলের চলছে খেলা সারা বেলা
মনে মনে খাচ্ছে দোল নাইরে দোলের দোলা
পাগলের পাগলামিতে কেটে যায় বেলা।।


কেউ পাগল আল্লার ধ্যানে যুগের পরে যুগ
কেউ পাগল নিজ প্রয়োজনে করিতে গো সুখ ২
নবীর পাগল গাড়ির পাগল পাগল দেখি সব খানে
জগৎ জুড়ে সবাই পাগল পাগলের ই ছিলছিলা।।


পাগল ছিল নবীর প্রেমে ওয়াজ করুণী নামে
কত বছর পার করিলো থাকিয়া নবীর ধ্যানে ২
এমন পাগল ভবপারে হবে কিরে আর
সহিম পাগল চায় করুনা করিয়া দ্বীল খোলা


তারিখঃ ২৬/০২/২০২৩ ইং