রঙ্গ লেগেছে তোমার মনে গাইছো সুখের গান
আমারে কাঁন্দাইয়া তুমি হইয়েছো পাষাণ ২
ভৌমর হইয়া খাইছো মধু ফুলেতে বসিয়া
মিষ্টি কথায় করছো পাগল মায়া লাগাইয়া ২
স্বার্থ তোমার হইছে পূরণ করছো বাহানা
ভালবেসে সব হারালাম এখন মিলেনা সন্ধান ।।
যৌবনে দেখেছি তোমায় মনের আঙ্গিনায়
দিবারাত্রি থাকতে তুমি মানতে না দোহায় ২
এখন পাইনা খুজে আমি তোমায় মনের শহরে
ফিরে আসো সহিম তুমি রাখো আহ্বান।।
তারিখঃ ১৯/০৩/২০২৩ ইং