আমার মনের মাঝে ঝড় উঠেছে কেমন করে সই
সহজ সরল পাইয়া আমার মনে দিল মঈ ।।
সুখ ছিল না মনে আমার বন্ধু বিহনে
আবার ব্যথার সাগর পেলাম আমি তোরই কারণে ২
মন নিয়া তুই করলি খেলা করলি উপহাস
তোরে ভালবেসে আমার ফুটলো দুঃখের খই।।
করতি যদি সুখের আশা উড়াল দিতি না
জীবনটাকে নষ্ট করলি দিয়ে যন্ত্রণা ২
আমি কেঁদে কেঁদে ভিজাই বালিশ রাত্রি যখন হয়
বন্ধু লাগে বড় ভয় আমার লাগে বড় ভয়
ভেবে বলে কবি সহিম আমি কি তোর যোগ্য নই।।
তারিখঃ ১৩/০৩/২০২৩ ইং