মাটির উপর নাইরে খাটি যতই করো ঘাটাঘাটি
আমারে বানাইছে আল্লাহ দিয়া সেই মাটি।।


মাটি হতে তৈরি আমি মিশবো মাটিতে
এই দুনিয়া কত রঙ্গিন দেখলাম আখিতে ২
স্বাধের দুনিয়া সব ভুলেছি তোমারে পাইয়া
আর কত কাল চলবো আমি সেজে পরিপাটি ।।


যে মাটিতে জন্ম আমার সেই মাটিই ঠিকানা
আমি মিছামিছি মায়া মোহে করি ভাবনা ২
ভুলে গেছি মাওলা তোমায় পেয়ে দুনিয়া
সহিম বলে আর কত কাল দিবো রে ফাঁকি।।


তারিখঃ ২১/০৩/২০২৩ ইং