মনের মানুষ মনের মাঝে-
আগুন লাগায় সকাল সাঝে
আমি কেমনে চলিবো লোক সমাজে ।।
কথা ছিলো একটি নীড়ে করবো বসবাস
সুখে-দুঃখে মিলে থাকবো হবোনা হতাশ ২
এসব এখন স্মৃতির পাতা লাগেনা কাজে।।
মন বাগানে ফুল ফুটাইয়া উড়াল দিলি তুই
আশা দিয়া কলিজায় মোর ফুটাস বিষের সুঁই ২
এখন ভবঘুরে হলো সহিম দেশ ছাড়িলো লাজে।।
তারিখঃ ২৭/০৯/২০২২