কোরআনের পাখি টা ঘুমিয়ে আছে কে শোনাবে আলোর বাণী
মায়ার পৃথিবী করেছে ত্যাগ শহীদ হতেও দ্বিধা করেনি।।
তোমার নাম লইয়া করে মাজার ব্যবসা সেজে বড় আউলিয়া
কোরআনের কথা শুনে শুনে শত শত হল দেউলিয়া ২
সহিম ভবঘুরে বেশ ধরে সমাজটা করেছে উলটপালট
পথের বাঁধা সব কোরআনের পাখি অন্যায় আপোষ করেনি।।
ইসলামের বিজয় হবে হবেই সাক্ষী রবে এই ভুবন
ছাড়তে হবে মায়া মোহ ভুল তো হবে প্রভুর দুশমন ২
বাঁধা এলে দাও ঘুরিয়ে দিয়ে আল কুরআনের আলো
ঈমানের সাথে চলো ইসলামের কথা বলো পড় নবীর জীবনী।।
তারিখঃ ১২/০৩/২০২৩ ইং